ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 মার্চ পৃষ্ঠা ২৬-৩১
  • কেন আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনার উপর খুশি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনার উপর খুশি?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন কিছু লোক মনে করতে পারে, যিহোবা তাদের উপর খুশি নন?
  • যিহোবা কীভাবে দেখান, তিনি আমাদের উপর খুশি?
  • যিহোবা যে আমাদের উপর খুশি, এর আরও কিছু প্রমাণ
  • নম্র হোন এবং মেনে নিন যে, আপনি কিছু বিষয় জানেন না
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • যিহোবা “সেই ব্যক্তিদের সুস্থ করেন, যাদের হৃদয় ভেঙে গিয়েছে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • যিহোবা আপনার প্রতি স্নেহ দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • মুক্তির মূল্য থেকে আমরা কী শিখি?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 মার্চ পৃষ্ঠা ২৬-৩১

অধ্যয়ন প্রবন্ধ ১৩

গান ১২৭ যে-ধরনের ব্যক্তি আমার হওয়া উচিত

কেন আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনার উপর খুশি?

“তোমার উপর আমি খুব সন্তুষ্ট।”—লূক ৩:২২.

আমরা কী শিখব?

কেন আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনার উপর সন্তুষ্ট অর্থাৎ আপনার উপর খুশি?

১. যিহোবার কিছু বিশ্বস্ত উপাসক কী চিন্তা করেছিল?

এটা জেনে আমরা কতই-না স্বস্তি পাই যে, যিহোবা তাঁর সমস্ত উপাসকের উপর খুশি! বাইবেলে লেখা আছে, “সদাপ্রভু আপন প্রজাদিগেতে প্রীত।” (গীত. ১৪৯:৪) কিন্তু, আমরা কখনো কখনো এতটাই হতাশ হয়ে পড়ি যে, আমরা চিন্তা করতে শুরু করি, ‘যিহোবা কি সত্যিই আমার উপর খুশি?’ অতীতেও যিহোবার অনেক বিশ্বস্ত সেবক এইরকমই চিন্তা করেছিল।—১ শমূ. ১:৬-১০; ইয়োব ২৯:২, ৪; গীত. ৫১:১১.

২. যিহোবা কাদের দেখে খুশি হন?

২ বাইবেল থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি, যারা নিখুঁত নয়, তারাও যিহোবাকে খুশি করতে পারে। কীভাবে আমরা তা করতে পারি? আমাদের যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করতে হবে এবং বাপ্তিস্ম নিতে হবে। (যোহন ৩:১৬) বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আমরা দেখাই, আমরা আমাদের পাপগুলোর জন্য সত্যিই অনুতপ্ত এবং যিহোবার কাছে এই প্রতিজ্ঞা করি যে, আজ থেকে শুধুমাত্র তাঁর ইচ্ছাই পালন করব। (প্রেরিত ২:৩৮; ৩:১৯) এমনটা করার মাধ্যমে আমরা যিহোবার বন্ধু হই আর তিনি আমাদের উপর খুশি হন। আমরা যখন আমাদের উৎসর্গীকরণের প্রতিজ্ঞা অনুযায়ী চলার চেষ্টা করব, তখন যিহোবা খুশি হবেন এবং আমাদের বন্ধু হিসেবে দেখবেন।—গীত. ২৫:১৪.

৩. এই প্রবন্ধে আমরা কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব?

৩ কেন কিছু লোক মনে করতে পারে, যিহোবা তাদের উপর খুশি নন? যিহোবা কীভাবে দেখান, তিনি আমাদের উপর খুশি? কীভাবে একজন খ্রিস্টান তার আস্থাকে বাড়াতে পারে যে, যিহোবা তার উপর খুশি?

কেন কিছু লোক মনে করতে পারে, যিহোবা তাদের উপর খুশি নন?

৪-৫. আমাদের যদি মনে হয়, আমরা কোনো কাজের নই, তা হলে আমরা কোন বিষয়টা মনে রাখতে পারি?

৪ আমাদের মধ্যে হয়তো অনেকেই ছোটোবেলা থেকে মনে করতাম, আমরা কোনো কাজের নই। (গীত. ৮৮:১৫) ভাই অ্যাড্রিয়ান বলেন, “আমি সবসময় মনে করতাম, আমি কোনো কাজের নই। আমার মনে আছে, আমি যখন ছোটো ছিলাম, তখন আমি প্রার্থনা করতাম যে, আমার পুরো পরিবার যেন নতুন জগতে যায়। কিন্তু আমার মনে হত, আমি সেখানে যাওয়ার যোগ্য নই।” যখন টোনি ছোটো ছিলেন, তখন তার বাবা-মা যিহোবার সাক্ষি ছিলেন না। তিনি বলেন, “বাবা-মা আমাকে কখনো বলেনি যে, তারা আমাকে ভালোবাসে এবং তারা আমার উপর অনেক গর্বিত। সেইজন্য আমি মনে করতাম, আমি যা-ই করি না কেন, আমি কখনোই তাদের খুশি করতে পারব না।”

৫ কখনো কখনো আমাদের মনে হতে পারে, আমরা কোনো কাজের নই। এইরকম পরিস্থিতিতে আমরা মনে রাখতে পারি, কীভাবে যিহোবা নিজে আমাদের তাঁর প্রতি আকর্ষণ করেছেন। (যোহন ৬:৪৪) তিনি আমাদের হৃদয় দেখেন এবং তিনি আমাদের মধ্যে সেই ভালো বিষয়গুলো দেখেন, যেগুলো আমরা নিজেরা দেখতে পাই না। (১ শমূ. ১৬:৭; ২ বংশা. ৬:৩০) সেইজন্য যিহোবা যখন আমাদের বলেন যে, তিনি আমাদের মূল্যবান হিসেবে দেখেন, তখন তাঁর উপর আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারি।—১ যোহন ৩:১৯, ২০.

৬. পৌল আগে যে-পাপগুলো করেছিলেন, সেগুলোর বিষয়ে চিন্তা করে তার কেমন লাগত?

৬ সত্য শেখার আগে আমাদের মধ্যে অনেকে এমন কাজগুলো করত, যেগুলোর কারণে তারা আজও নিজেদের দোষী বলে মনে করে। (১ পিতর ৪:৩) এমনকী বিশ্বস্ত খ্রিস্টানদেরও তাদের নিজেদের দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করতে হয়। আপনাকেও কি এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে লড়াই করতে হয়? আপনি কি মনে করেন, যিহোবা কখনো আপনাকে ক্ষমা করবেন না? এর উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে আপনি একা নন। অতীতেও যিহোবার কিছু বিশ্বস্ত উপাসক এইরকম মনে করেছিল। প্রেরিত পৌলের উদাহরণের উপর মনোযোগ দিন। যখন তিনি এই বিষয়ে চিন্তা করতেন যে, তার মধ্যে কত দুর্বলতা রয়েছে, তখন তার অনেক খারাপ লাগত। (রোমীয় ৭:২৪) পৌল আগে যে-পাপগুলো করেছিলেন, সেগুলোর জন্য তিনি অনুতপ্ত হয়েছিলেন এবং বাপ্তিস্ম নিয়েছিলেন। তারপরও তিনি বলেছিলেন, “আমি প্রেরিতদের মধ্যে সবচেয়ে নগণ্য” এবং “পাপীদের মধ্যে আমি সর্বপ্রধান।”—১ করি. ১৫:৯; ১ তীম. ১:১৫.

৭. আপনি যদি আগে কোনো পাপ করে থাকেন, তা হলে আপনি কী মনে রাখতে পারেন?

৭ আমাদের পিতা যিহোবা প্রতিজ্ঞা করেছেন, আমরা যদি অনুতপ্ত হই, তা হলে তিনি আমাদের ক্ষমা করে দেবেন। (গীত. ৮৬:৫) আমরা যদি আমাদের কাজের কারণে সত্যিই আপশোস করি, তা হলে আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা আমাদের সমস্ত ভুল ক্ষমা করে দিয়েছেন।—কল. ২:১৩.

৮-৯. আমাদের যদি মনে হয়, আমরা যা-কিছুই করি না কেন, যিহোবা কখনো আমাদের উপর খুশি হবেন না, তা হলে আমাদের কী মনে রাখতে হবে?

৮ আমরা সবাই মনপ্রাণ দিয়ে যিহোবাকে সেবা করতে চাই। কিন্তু কিছু ব্যক্তির মনে হতে পারে, তারা যা-কিছুই করুক না কেন, তারা কখনো যিহোবাকে খুশি করতে পারবে না। বোন আমান্ডা বলেন, “আমার মনে হত, যিহোবাকে মনপ্রাণ দিয়ে সেবা করার মানে হচ্ছে, সবসময় আরও বেশি করার চেষ্টা করা। এই কারণে আমি নিজের কাছ থেকে আরও বেশি আশা করতে শুরু করেছিলাম আর আমি যখন তা করতে পারতাম না, তখন আমার খুব খারাপ লাগত। তখন আমি মনে করতাম, যিহোবা আমার উপর খুশি নন।”

৯ আমাদের যদি মনে হয়, আমরা যা-কিছুই করি না কেন, যিহোবা কখনো আমাদের উপর খুশি হবেন না, তা হলে আমাদের কী মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে, যিহোবা হলেন যুক্তিবাদী ঈশ্বর। তিনি কখনো আমাদের কাছ থেকে এমন কিছু আশা করেন না, যেটা আমরা করতে পারব না। এর পরিবর্তে, আমরা যখন মনপ্রাণ দিয়ে তাঁর সেবা করার জন্য কঠোর প্রচেষ্টা করব, তখন তিনি সেটা অনেক মূল্যবান হিসেবে দেখবেন। আমাদের বাইবেলে দেওয়া সেই ব্যক্তিদের উদাহরণের উপর মনোযোগ দিতে হবে, যারা মনপ্রাণ দিয়ে যিহোবার সেবা করেছিল। আবারও পৌলের উদাহরণের উপর মনোযোগ দিন। তিনি অনেক বছর ধরে উদ্যোগের সঙ্গে যিহোবার সেবা করেছিলেন, হাজার হাজার কিলোমিটার পথ যাত্রা করেছিলেন এবং অনেক মণ্ডলী গঠন করেছিলেন। কিন্তু, তার পরিস্থিতি যখন পালটে গিয়েছিল, তখন তিনি আগের মতো প্রচার করতে পারছিলেন না। এক্ষেত্রে যিহোবা কি তার উপর খুশি ছিলেন না? না, এমনটা নয়। পৌল যতটা করতে পারতেন, তিনি ততটা করেছিলেন আর তাই যিহোবা তাকে অনেক আশীর্বাদ করেছিলেন। (প্রেরিত ২৮:৩০, ৩১) একইভাবে, আমাদের পরিস্থিতিও সবসময় একই থাকে না। আমরা কখনো কখনো বেশি করতে পারি, আবার কখনো কখনো কম। কিন্তু, যিহোবা এই বিষয়টার উপর মনোযোগ দেন না বরং তিনি দেখেন যে, আমরা কোন উদ্দেশ্য নিয়ে তাঁর সেবা করছি। আসুন আমরা দেখি, যিহোবা কীভাবে দেখান যে, তিনি আমাদের উপর খুশি।

যিহোবা কীভাবে দেখান, তিনি আমাদের উপর খুশি?

১০. আমরা যদি যিহোবার কাছ থেকে শুনতে চাই যে, তিনি আমাদের উপর খুশি, তা হলে আমাদের কী করতে হবে? (যোহন ১৬:২৭)

১০ বাইবেলের মাধ্যমে। যিহোবা যাদের ভালোবাসেন, তাদের বলেন যে, তিনি তাদের উপর খুশি। বাইবেল থেকে আমরা জানতে পারি, যিহোবা যিশুকে দু-বার বলেছিলেন, তিনি হলেন তাঁর প্রিয় পুত্র এবং তিনি তাঁর উপর খুব সন্তুষ্ট। (মথি ৩:১৭; ১৭:৫) আপনিও কি যিহোবার কাছ থেকে এটা শুনতে চান যে, তিনি আপনার উপর খুশি? তিনি স্বর্গ থেকে আমাদের সঙ্গে কথা বলেন না, কিন্তু তিনি তাঁর বাক্য বাইবেলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা যখন সুসমাচারের বইগুলোতে যিশুর কথাগুলো পড়ি, তখন আমরা যেন যিহোবার কথা শুনছি। (পড়ুন, যোহন ১৬:২৭.) কেন? কারণ যিশু একেবারে তাঁর পিতার মতো। তাই আমরা যখন পড়ি যে, কীভাবে যিশু তাঁর শিষ্যদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন, তখন আমরা কল্পনা করতে পারি, যিহোবা নিজে আমাদের সঙ্গে কথা বলছেন।—যোহন ১৫:৯, ১৫.

একজন বোন তার ঘরে বসে বাইবেল পড়ছেন।

যিহোবা বিভিন্ন উপায়ে দেখান যে, তিনি আমাদের উপর খুশি (১০ অনুচ্ছেদ দেখুন)


১১. কেন আমরা বলতে পারি, সমস্যা আসার মানে এই নয় যে, যিহোবা আমাদের উপর খুশি নন? (যাকোব ১:১২)

১১ তাঁর কাজের মাধ্যমে। যিহোবা আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। যেমন, যিহোবা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো জুগিয়ে দেন। কিন্তু, কখনো কখনো যিহোবা আমাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেন, যেমনটা ইয়োবের ক্ষেত্রে ঘটেছিল। (ইয়োব ১:৮-১১) তবে, কোনো সমস্যা আসার মানে এই নয় যে, যিহোবা আমাদের উপর খুশি নন। এর পরিবর্তে, আমরা তখন এটা দেখানোর সুযোগ পাই যে, আমরা তাঁকে কতটা ভালোবাসি এবং তাঁর উপর কতটা নির্ভর করি। (পড়ুন, যাকোব ১:১২.) সেইসময় আমরা যখন দেখব, যিহোবা কীভাবে আমাদের সামলাচ্ছেন এবং কীভাবে সমস্যাগুলো সহ্য করতে আমাদের সাহায্য করছেন, তখন আমরা বুঝতে পারব, তিনি আমাদের যত্ন নেন।

১২. আমরা ভাই দিমিত্রির অভিজ্ঞতা থেকে কী শিখতে পারি?

১২ এশিয়ায় থাকা ভাই দিমিত্রির উদাহরণের উপর মনোযোগ দিন। তার চাকরি চলে গিয়েছিল এবং অনেক মাস ধরে তিনি কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি প্রচারে আরও বেশি সময় ব্যয় করবেন আর এভাবে দেখাবেন যে, যিহোবার উপর তার সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু, অনেক মাস কেটে যাওয়া সত্ত্বেও তিনি কোনো চাকরি খুঁজে পাননি। পরে, তার শরীর খারাপ হতে শুরু করেছিল আর এতটাই খারাপ হতে শুরু করেছিল যে, তিনি বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। তার মনে হয়েছিল, তিনি একজন ভালো বাবা অথবা একজন ভালো স্বামী নন। তার এও মনে হচ্ছিল যে, যিহোবা তার উপর খুশি নন। তারপর একদিন বিকেল বেলায় তার মেয়ে একটা কাগজে যিশাইয় ৩০:১৫ পদের এই কথাগুলো লিখে দিয়েছিল: “সুস্থির থাকিয়া বিশ্বাস করিলে তোমাদের পরাক্রম হইবে।” এরপর, সে এই কাগজটা তার বাবার কাছে নিয়ে গিয়েছিল এবং তাকে বলেছিল, “বাবা, তোমার যখন খারাপ লাগবে, তখন তুমি এই শাস্ত্রপদটা দেখো।” তখন ভাই দিমিত্রি বুঝতে পেরেছিলেন, যিহোবা তাকে ছেড়ে দেননি, তিনি এখনও তার যত্ন নিচ্ছেন। যিহোবার আশীর্বাদে তাদের কাছে খাবার, জামাকাপড় এবং থাকার জায়গা রয়েছে। তিনি বলেন, “আমাকে শুধুমাত্র শান্ত থাকতে হয়েছিল এবং যিহোবার উপর আস্থা রাখতে হয়েছিল।” আপনিও যদি এই ধরনের কোনো সমস্যার মধ্য দিয়ে যান, তা হলে আপনি আস্থা রাখতে পারেন, যিহোবা আপনার যত্ন নেবেন এবং সমস্যার সঙ্গে মোকাবিলা করতে আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন।

একজন ভাই বিছানায় আছেন এবং একটা কাগজ ধরে রয়েছেন, যেটা তার মেয়ে দিয়েছে।

যিহোবা বিভিন্ন উপায়ে দেখান যে, তিনি আমাদের উপর খুশি (১২ অনুচ্ছেদ দেখুন)a


১৩. যিহোবা কীভাবে এই নিশ্চয়তা দেন যে, তিনি আমাদের উপর খুশি?

১৩ তাঁর সেবকদের মাধ্যমে। যিহোবা ভাই-বোনদের মাধ্যমে দেখান যে, তিনি আমাদের উপর খুশি। যেমন, তিনি ভাই-বোনদের মনে এই ইচ্ছা দেন যেন তারা প্রয়োজনের সময়ে আমাদের উৎসাহিত করেন। এশিয়ায় থাকা আমাদের একজন বোন এমনই অনুভব করেছিলেন। একসময় তিনি অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তার চাকরি চলে গিয়েছিল এবং তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তার স্বামী একটা গুরুতর পাপ করেছিলেন, যে-কারণে তিনি আর প্রাচীন ছিলেন না। বোন বলেন, “আমি বুঝতে পারছিলাম না, আমার প্রতি কেন এমনটা ঘটছে। আমার মনে হয়েছিল, আমি কিছু ভুল করেছি আর যিহোবা আমার উপর খুশি নন।” তখন বোন যিহোবার কাছে হৃদয় উজাড় করে প্রার্থনা করেছিলেন যেন তিনি তাকে এই নিশ্চয়তা দেন যে, তিনি বোনের উপর খুশি। কীভাবে যিহোবা বোনের প্রার্থনার উত্তর দিয়েছিলেন? বোন বলেন, “মণ্ডলীর প্রাচীনেরা আমার সঙ্গে কথা বলে এবং আমাকে এই নিশ্চয়তা দেয় যে, যিহোবা এখনও আমাকে ভালোবাসেন।” কিছুসময় পর, তিনি আবার যিহোবার কাছে সেই একই বিষয় নিয়ে প্রার্থনা করেছিলেন। বোন বলেন, “সেই দিন আমি একটা চিঠি পাই আর সেই চিঠিটা মণ্ডলীর ভাই-বোনেরা আমাকে পাঠিয়েছিল। সেটা পড়ে আমার খুব ভালো লেগেছিল এবং আমি অনেক সান্ত্বনা পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, যিহোবা আমার প্রার্থনা শুনেছেন।” এখান থেকে আমরা বুঝতে পারি, যিহোবা প্রায়ই অন্যদের মাধ্যমে আমাদের উৎসাহিত করেন এবং দেখান যে, তিনি আমাদের উপর খুশি।—গীত. ১০:১৭.

দু-জন প্রাচীন একজন বোনের বাড়িতে দেখা করতে এসেছেন। বোনের সঙ্গে কথা বলার সময়ে তাদের বাইবেল খোলা রয়েছে।

যিহোবা বিভিন্ন উপায়ে দেখান যে, তিনি আমাদের উপর খুশি (১৩ অনুচ্ছেদ দেখুন)b


১৪. যিহোবা আর কোন উপায়ে দেখান যে, তিনি আমাদের উপর খুশি?

১৪ যিহোবা আরেকটা উপায়ে দেখান যে, তিনি আমাদের উপর খুশি। প্রয়োজনে তিনি ভাই-বোনদের মাধ্যমে আমাদের পরামর্শ দেন। প্রথম শতাব্দীতেও এইরকম কিছু হয়েছিল। যিহোবা প্রেরিত পৌলকে ব্যবহার করেছিলেন, যাতে তিনি ভাই-বোনদের জন্য ১৪টা চিঠি লেখেন। সেই চিঠিগুলোর মাধ্যমে পৌল ভাই-বোনদের স্পষ্টভাবে অথচ প্রেমের সঙ্গে পরামর্শ দিয়েছিলেন। কেন যিহোবা পৌলকে ব্যবহার করেছিলেন যেন তিনি ভাই-বোনদের পরামর্শ দেন? কারণ যিহোবা হলেন আমাদের প্রিয় পিতা। তিনি তাঁর সন্তানদের “প্রেম করেন” বলেই তাদের শাসন করেন। (হিতো. ৩:১১, ১২) তাই, কেউ যখন বাইবেল থেকে আপনাকে কোনো পরামর্শ দেয়, তখন মনে করবেন না যে, যিহোবা আপনার উপর রেগে আছেন। আসলে, তিনি আপনার উপর খুশি। (ইব্রীয় ১২:৬) আমরা আর কীভাবে বুঝতে পারি, যিহোবা আমাদের উপর খুশি?

যিহোবা যে আমাদের উপর খুশি, এর আরও কিছু প্রমাণ

১৫. যিহোবা কাদের তাঁর পবিত্র শক্তি দেন আর এটা কোন বিষয়ে নিশ্চিত করে?

১৫ যিহোবা সেই ব্যক্তিদের তাঁর পবিত্র শক্তি দেন, যাদের উপর তিনি খুশি। আর তাঁর পবিত্র শক্তির মাধ্যমে আমরা নিজেদের মধ্যে ভালো গুণগুলো গড়ে তুলতে পারি। (মথি ১২:১৮) তাই নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার আচার-আচরণ কি দেখায় যে, আমি নিজের মধ্যে পবিত্র শক্তির ফলের কোনো একটা দিক গড়ে তুলেছি?’ সত্য শেখার পর আপনি কি লোকদের প্রতি আরও বেশি করে ধৈর্য ধরতে শিখেছেন? আপনি নিজের মধ্যে যতবেশি এই দিকগুলো বাড়াবেন এবং তা দেখাবেন, ততবেশি আপনি নিশ্চিত হবেন যে, যিহোবা আপনার উপর খুশি। (“পবিত্র শক্তির ফল হল . . . ” বক্স দেখুন।)

একজন বয়স্ক মহিলার ব্যাগ থেকে কিছু জিনিসপত্র পড়ে গিয়েছে আর একজন ভাই সেগুলো তুলে দিয়ে তাকে সাহায্য করছেন।

আপনি কি সেই প্রমাণগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো থেকে বোঝা যায়, যিহোবা আপনার উপর খুশি? (১৫ অনুচ্ছেদ দেখুন)


“পবিত্র শক্তির ফল হল . . . ”

পবিত্র শক্তির ফলের আলাদা আলাদা দিকগুলোর বিষয়ে আরও জানার জন্য প্রহরীদুর্গ পত্রিকায় আসা ৯টা প্রবন্ধ পড়ুন।—গালা. ৫:২২, ২৩.

  • “প্রেম—এক মূল্যবান গুণ” (প্রহরীদুর্গ ১৭.০৮)

  • “আনন্দ—যে-গুণটা আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করি” (প্রহরীদুর্গ ১৮.০২)

  • “শান্তি—কীভাবে আপনি তা লাভ করতে পারেন?” (প্রহরীদুর্গ ১৮.০৫)

  • “ধৈর্য—একটা উদ্দেশ্যের সঙ্গে মিল রেখে সহ্য করা” (প্রহরীদুর্গ ১৮.০৮)

  • “দয়া—যে-গুণটা কথায় ও কাজে প্রকাশ করা হয়” (প্রহরীদুর্গ ১৮.১১)

  • “মঙ্গলভাব—কীভাবে আপনি তা গড়ে তুলতে পারেন?” (প্রহরীদুর্গ ১৯.০৩)

  • “বিশ্বাস—যে-গুণটা আমাদের শক্তিশালী হতে সাহায্য করে” (প্রহরীদুর্গ ১৯.০৮)

  • “মৃদুতা—এটা কীভাবে আমাদের উপকৃত করে?” (প্রহরীদুর্গ ২০.০৫)

  • “ইন্দ্রিয়দমন—যিহোবার অনুমোদন লাভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ” (প্রহরীদুর্গ ২০.০৬)

১৬. যিহোবা কাদের সুসমাচার জানানোর দায়িত্ব দেন আর এটা জেনে আপনার কেমন লাগে? (১ থিষলনীকীয় ২:৪)

১৬ যিহোবা সেই ব্যক্তিদের সুসমাচার জানানোর দায়িত্ব দেন, যাদের উপর তিনি খুশি। (পড়ুন, ১ থিষলনীকীয় ২:৪.) লক্ষ করুন, কীভাবে বোন জোসলিন সুসমাচার জানানোর মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন যে, যিহোবা তার উপর খুশি। বোন বলেন, একদিন সকালে উঠে তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, “মনে হচ্ছিল যেন আমি কোনো কাজের নই। আমি অগ্রগামী সেবা করছিলাম আর সেটা আমার প্রচারে যাওয়ার দিন ছিল। তাই, আমি প্রার্থনা করি আর প্রচারে বেরিয়ে পড়ি।” সেই দিন সকালেই বোনের মেরি নামে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল, যিনি বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়ে গিয়েছিলেন। কিছু মাস পর, মেরি বোন জোসলিনকে বলেছিলেন, বোন যখন তার দরজায় কড়া নেড়েছিলেন, তখন মেরি আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন এবং সাহায্য চাইছিলেন। এই অভিজ্ঞতা থেকে বোন জোসলিন কী বুঝতে পেরেছিলেন? তিনি বলেন, “আমার মনে হয়েছিল যেন যিহোবা আমাকে বলছেন, ‘আমি তোমার উপর খুশি।’” এটা ঠিক যে, প্রচারে সবাই আমাদের কথা শুনবে না। কিন্তু, আমরা যখন মনপ্রাণ দিয়ে সবার কাছে সুসমাচার জানানোর চেষ্টা করব, তখন আমরা নিশ্চিত থাকব যে, যিহোবা আমাদের উপর খুশি।

দু-জন বোন একটা ট্রলির পাশে দাঁড়িয়ে একজন অল্পবয়সি মেয়েকে সাক্ষ্য দিচ্ছেন।

আপনি কি সেই প্রমাণগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো থেকে বোঝা যায়, যিহোবা আপনার উপর খুশি? (১৬ অনুচ্ছেদ দেখুন)c


১৭. বোন বিকি মুক্তির মূল্য সম্বন্ধে যা-কিছু বলেছিলেন, সেখান থেকে আপনি কী শিখতে পারেন? (গীতসংহিতা ৫:১২)

১৭ যিহোবা সেই ব্যক্তিদের মুক্তির মূল্যের উপর ভিত্তি করে ক্ষমা করেন, যাদের উপর তিনি খুশি। (১ তীম. ২:৫, ৬) মুক্তির মূল্যের উপর বিশ্বাস করার এবং বাপ্তিস্ম নেওয়ার পরও আমাদের মনে হতে পারে যে, যিহোবা আমাদের উপর খুশি নন। তাই, আমরা মনে রাখতে পারি, আমরা যা চিন্তা করি এবং যা অনুভব করি, সেটা সবসময় সঠিক হয় না। কিন্তু, আমরা যিহোবার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারি। যিহোবা যাদের উপর খুশি, তাদের তিনি ধার্মিক হিসেবে দেখেন এবং তাদের প্রচুর আশীর্বাদ করার প্রতিজ্ঞা করেন। (পড়ুন, গীতসংহিতা ৫:১২; রোমীয় ৩:২৬) বোন বিকি মুক্তির মূল্য নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন এবং এর ফলে অনেক উপকার পেয়েছিলেন। একদিন মুক্তির মূল্য নিয়ে গভীরভাবে চিন্তা করার সময়ে বোন বুঝতে পেরেছিলেন, “যিহোবা আমার প্রতি অনেক ধৈর্য ধরেছেন। কিন্তু, আমি যেন তাকে বলছিলাম, ‘আমি তোমার প্রেম থেকে উপকার লাভ করতে পারব না এবং তোমার পুত্রের বলিদান আমার পাপগুলো ঢাকতে পারবে না।’” গভীরভাবে চিন্তা করার ফলে বোন ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন, যিহোবা তাকে ভালোবাসেন। তাই, আমরাও যখন মুক্তির মূল্য নিয়ে গভীরভাবে চিন্তা করব, তখন আমরা বুঝতে পারব, যিহোবা আমাদের ভালোবাসেন এবং আমাদের উপর খুশি।

জেলে থাকা একজন ভাই কল্পনা করছেন, যিশু একটা যাতনাদণ্ডে ঝুলে রয়েছেন।

আপনি কি সেই প্রমাণগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো থেকে বোঝা যায়, যিহোবা আপনার উপর খুশি? (১৭ অনুচ্ছেদ দেখুন)


১৮. আমরা যদি সবসময় যিহোবাকে ভালোবাসি, তা হলে আমরা কোন বিষয়টা মনে রাখতে পারি?

১৮ এই প্রবন্ধে আমরা যে-পরামর্শগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো হয়তো মেনে চলার জন্য আমরা পুরোপুরি চেষ্টা করব। কিন্তু, তা সত্ত্বেও আমরা হতাশ হয়ে পড়তে পারি এবং মনে করতে পারি, যিহোবা আমাদের উপর খুশি নন। এই ক্ষেত্রে, আমাদের মনে রাখা উচিত, “যারা তাঁকে সবসময় ভালোবাসে,” তাদের উপর তিনি খুশি হন। (যাকোব ১:১২) তাই, ক্রমাগত যিহোবার নিকটবর্তী হোন এবং এটা বোঝার চেষ্টা করুন, যিহোবা কীভাবে দেখাচ্ছেন যে, তিনি আপনার উপর খুশি। আর কখনো এটা ভুলবেন না, যিহোবা “আমাদের কারো কাছ থেকে দূরে নন।”—প্রেরিত ১৭:২৭.

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কেন কিছু লোক মনে করে, যিহোবা তাদের উপর খুশি নন?

  • যিহোবা কোন কোন উপায়ে দেখান যে, তিনি আমাদের উপর খুশি?

  • কেন আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা আমাদের উপর খুশি?

গান ৮৮ তোমার পথ আমাকে জানাও

a ছবি সম্বন্ধে বর্ণনা: নাটক

b ছবি সম্বন্ধে বর্ণনা: নাটক

c ছবি সম্বন্ধে বর্ণনা: নাটক

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার